রক্ত দেওয়ার দিয়েছিলে ডাক,
চিত্তে তোমার ছিলো আত্মবিশ্বাস,
দিয়েছিলে স্বাধীনতার আশ্বাস।
বীর সুভাষচন্দ্রের স্বপ্ন প্রত্যহ মনে,
আবার স্বাধীন ভারতবর্ষ জন্ম নেবে।
পাবে রুশ জার্মানি জাপানের স্বীকৃতি,
অপ্রতিহত ছিলো বীর সুভাষের দূর্বার গতি।
করবে না ভারত মাথা নত আর,
মন বুঁদির কুম্ভের মতো তার।
লক্ষ ভারতবাসীর আশার স্বপ্ন মনে,
রোজ বিদ্রোহের অগ্নুৎপাত জেগে ওঠে।
নির্ভীক সুভাষচন্দ্র মনে রোজ স্বাধীনতার স্বপ্ন দেখে,
ভারতবাসীর মনে আশার প্রদীপ জ্বলে ওঠে।
ইংরেজ শোনে পরাজয়ের আওয়াজ,
দেখে আজাদ হিন্দ বাহিনীর কুচকাওয়াজ,
ভারতবাসীকে নেতাজীর ছিল আহ্বান,
স্বাধীন ভারতের মেটাবে আত্মসম্মান।