রোজ প্রতীক্ষায় জানালা বসে অপেক্ষায়
স্মৃতির নদীগুলোর হৃদয়ের পাতায়
অবাঞ্ছিত পেয়েছি নির্বাসনে ঠাঁয়
সৃজনে ঘাটতির অহেতুক দায়
হয় না কোনো কুশল বিনিময়
একাকিনী আমি স্বপ্নের
করি অযথা অপচয়
প্রতিশ্রুতির কথা
ভাঙতে
দেখি।

গ্রহণের অনুভব ভবিষ্যতের মনের আঙ্গিনায়
দশ বাই দশ ঘরে একা আমি অপেক্ষায়
আশেপাশের পর সব হয়েছে আপন
বিরহ ব‍্যথা হৃদয় করেছি গোপন
সহানুভূতির নিত‍্য নতুন সাজে
দিগন্তের সূর্য ডুবতে থাকে
জীবন অনুদানে চলে
অপেক্ষার সমাধি
রচে।

সকালে রোজকার মতো অপেক্ষায় আজ‌ও
হঠাৎ এক সংবাদ এলো আমার কানে
বিদেশ থেকে কেউ এসেছে খোঁজে
নিয়ে যাবে সাথে করে তার কাছে
যখন সে এসে বসলো পাশে
আমি দেখি মুখখানা তুলে
হারানো সৃজনের অনুভবে
চোখে অশ্রুজলে সিক্ত
অনুশোচনার আগুনে
ভালোবাসা ফিরেছে
দশ বাই দশ ঘরে
হৃদয়ে অন্তরে
মনে।