আমি হারাতে চাইনি,
তবু দেখি নদীর পাড় খসে পড়েছে !
তোমার মন অজান্তে চওড়া হয়েছে,
চলার গতিতে আলোড়ন এসেছে।
আমার বুক ছোট হয়েছে দিনদিন,
তবু হারাতে চাইনি !
আমি কাঙ্গাল ছিলাম ভালোবাসা দেবার।
তুমি বোঝনি !
নদীর পাড় খসে পড়েছে বারবার !
তোমার চলার পথ প্রশস্ত হয়েছে ।
এবার আমি সত্যিই আমি হারাবো,
আর ইচ্ছে নেই নীল আকাশ দেখবার।
রঙিন মাছ হয়ে চোখে ডুব দেবার,
স্বপ্নের জালে ধরা দেবার !
আর সবাইকে নিজের ভেবে আটকে রাখবার ।
সবই দিয়েছি...
তাও যখন ঘর গৃহস্থ পুড়ছে !
নদীর পাড় খসে পড়েছে ,
যা তুমি আজও বোঝনি।