**ভুলি নি আজও**
আজও ভুলি নি তোমাকে..
না হোক দেখা আর কখনও।
রেখেছি লুকিয়ে হৃদয়ে গোপনে,
আসলে ভালোবাসার সেদিন-
ছিলো ক্ষণিকের অপ্রতিরোধ্য,
আজ যেনো অতীতের স্বপ্ন।
হয়তো আজ তার প্রকাশ ক্ষতিগ্রস্ত,
কিন্তু জানি ভালোবেসেছি তোমায়,
রাখবো মনের মন্দিরে..
চিরদিনের মনিকোঠায়।
শুধু মনে রেখো..
হে অভিমানী আমার অভিমানকে,
ভুলো না যেনো আমার শেষদিনে..
লুকিয়ে রেখো মনের অন্তরে নিঃশ্বাসে।