সৌর জগতের তমিস্রায়,
তারামন্ডলের উজ্জ্বল নভস্থল ।
বায়ুমণ্ডলে নীলাভ আচ্ছাদনে-
যেন সমুদ্রের উচ্ছাস;
পতত্রীরা ঘুমন্ত তুমিও ঘুমিয়ে ;
অমাবস্যার ব্যাপ্তিতে ঢেকে আছো তুমি।
পাতালের অন্ধকূপে তুমি ?
না অনেক আলোকবর্ষ দূরে ?
কেন তুমি ? আজ কোন ভাবনায় তমিস্রা ?
ওই যে এক কোকিলের কুহুতান শুনি;
রোজ মনে হয় তোমাকে,
তুমি করেছো অতিক্রম সময়কে।
আমি এখন একাকী এই মহাকাশে,
কাকে পাবো আমার কাছে ?
ভাবতেই তুমি গেলে হারিয়ে -
আমার অপ্রকৃতিস্থ প্রেম হতে বহুদূরে,
মহাকাশের কৃষ্ণগহ্বরে।