লোকে সব মেতেছে আবর্জনা পরিষ্কারে
দেশে স্বচ্ছতা আনতে হবে এই অঙ্গীকারে
একশো দিনের কাজের হিসাব হবে দিতে
স্বচ্ছতার পরিমাপে দেশের মানদন্ড মাপা হবে ।
রাস্তা পরিষ্কার হবে সপ্তাহের শেষ দিনে
বাঁশি বাজিয়ে গাড়ি আসবে রোজ প্রাতকালে
বেশ কিছু মানুষ মুখ বেঁধে দুপুরে রাস্তায় ঝাঁটা দেবে
সরকারী ফরমান সর্বত্র নাচে
মুখ্য আধিকারিক প্রতীকী ঝাঁটা মারে
তোলা হয় ছবি প্রমাণ রাখতে হবে।
ওয়েবসাইটে ছবি মন্ত্রী আমলাদের সাথে
স্বচ্ছতা অভিযান পালিত হয় নতুন উদ্দমে
খাওয়া দাওয়ার চলে জোরকদমে
সবশেষে লালবাতির গাড়ি ছোটে ছোটে
জানালা দিয়ে ছুঁড়ে পড়ে ফয়েল বোতল
আবর্জনার স্তূপ পুনরায় রাস্তায় জমে ।
খরচ বেড়েছে কালে দিনে স্বচ্ছতা অভিযানে
স্বচ্ছতার অভিধানে কমেছে মনের স্বচ্ছতা
কালো চুক্তি মনের স্বচ্ছতাকে গ্ৰাস করে
আর দেখি না রাস্তায় মানুষকে ঝাঁটা হাতে ।
ইস্কুলে স্বচ্ছতার পাঠ কবে পড়াবে
মনে প্রাণে স্বচ্ছতা আগে আনতে হবে
মা বাবা শেখাবে পাঠ স্বচ্ছতার অভিধানে
দেশ স্বচ্ছতাকে আপন করে নেবে ।