সভ্যতার বিকাশ জেগেছে চারিপাশে,
মানুষ আজ বিজয়ী পৃথিবীর বুকে,
দুর্গম অচল,শ্বাপদসঙ্কুল অয়ন লঙ্ঘেছে বারবারে,
তবু আগুন জ্বলে ঘরে ঘরে,মৃত্যুর প্রলয় নৃত্য করে,
ভালবাসার প্রদীপ নিভেছে ধর্মের নামে,
ঈশ্বরের চোখে অশ্রুবহে ধর্মের উন্মাদনা দেখে।

জাত,পাত ধর্ম নিয়ে সাজ সাজ রব,
রক্তের হোলি চলছে চারিপাশে,
অন্ধকারে নিভেছে মনুষ্যত্বের মন,
মানুষকে করে ধর্মের নামে আকুঞ্চন ।
দেশের রাজারা এখন ধর্ম নিয়ে খেলে,
ভানুসিংহের মৈত্রবানী ভুলেছে সব অচিরে ।

ধর্মের মিথ্যা মানুষের সৃষ্টি করা,
সমাজে হয়েছে অনাসৃষ্টি তাই সবাই দিশেহারা,
মৃত্যু আজ ধর্মের নামে ঈশ্বর কামনায় ব্রতী,
পৃথিবী আজ ধর্মের রক্তিমতায় বলি।

ধর্মান্ধগুলো চরিতার্থ করে আপন স্বার্থ যত,
পশুরা আজ মানুষের চেয়ে ধর্মে উন্নত।
ওদের নেই ধর্মের নামে  কোনও বলি,
নেই কোনও ধর্মের নামে হানাহানি।
মেটায় খাদ্যের ধর্ম প্রয়োজনীয়তায়,
করে না বিভেদ ধর্মের নামে অছিলায় ।

কবে হবে শেষ,ধর্মের এই  হত্যাপুরীর কথা?
ধর্মে হবে স্থাপিত মনুষ্য ধর্মের সফলতা।
কবে হবে বন্ধ ধর্মের নামে মিথ্যা দ্বিচারিতা?
হানাহানির পথ ছেড়ে গড়বে নিবিড় ভালোবাসা ।