মাতৃত্বের বঞ্চনা..
সন্তানের সিজোফ্রেনিয়া।
পিতৃত্বের নীরবতা,
ভালোবাসার প্রবঞ্চনা।
ঘরের মিশরের মমি..
অর্থের লালসায় বলি।
স্তব্ধতা একটু নিরিবিলি,
অপরাধের গলায় দড়ি।
মেধা মনের সংঘাত..
ভয়ঙ্কর আঘাত।
সমাজের অপঘাত,
সুস্থতা যাক নিপাত।