পৃথিবী থেকে বিদায়ের পরে,
আমি হয়তো থাকবো না তোমার মনে..
দয়া করে তোমার হৃদয় না পুড়িয়ে মনে
আমায় তোমার হৃদয়ের রেখো পাশে।
যেখানে তুমি প্রতিদিন বসে বসে,
ভালো স্মৃতিগুলো সযত্নে তুলে রেখে
মনের আগুনের প্রলেপ তৈরি করে..
ভুলে যাবে দেহ আগুনে পোড়া দেখে।
তখন যদি তোমার সন্মুখে.. অশ্রুজল দেখে,
স্বান্তনা দেয় কেউ আমার নামটি বলে,
তখন তোমার মনে যদি বিরহ ব্যথা জাগে,
তোমার অশ্রুজল লুকিয়ে রেখে..
সবাইকে দিয়ো বলে,
চোখের কোণে যে অশ্রুজল জমে,
সেটা আমার বিরহের জন্য নয়,
অশ্রুজল আগুনে পোড়া কাঠের ধোঁয়া থেকে।