পাঁজরের হাড় ভাঙা কাঁদায়..
মনের প্রকাশ অবচেতনায়,
ভালোবাসার প্রকাশ অন্যায় ?
রাজপথে আজ গনতন্ত্র ভিক্ষায়।
দেশের আইন বিধি কোথায় ?
ভালোবাসা প্রকাশ্যে নির্দ্বিধায়।
শুধু জ্বলন্ত ভিসুভিয়াস আগায়..
ক্রোধের আগুনে ভালোবাসাকে পোড়ায়।
সব যদি ঠিক....
তাহলে নিশ্চয়ই-
স্থান কাল পাত্র ছিলো বেঠিক।