আমি দেখেছি সেতারের তার ছিঁড়ে যেতে
কোন এক সুরেলা সুর বাজাতে বাজাতে
সুরের লয় মাত্রা তাল আছে
জীবনেরও গতির তারতম্য আছে ।
মাঝে মাঝে চেতনার অবলুপ্তি ঘটে মনের
অন্ধকারের রাত আসে জীবনের চলার পথে
পদস্খলন হয় তাই সবার অগোচরে
তোমাদের ওই তীব্র বিষ নিশ্বাসের ছিল প্রলোভন
দিশেহারা হয়েছিল দিশাহীন জীবন।
নতুন তার জুড়ে আবার সব দিশা খোঁজে
তার জুড়েছি জীবনের সুরে পেয়েছি ফিরেছে ছন্দ
বেজেছে সেতারের সুরেলা সুরে জীবনে আনন্দ
আমি ভুলেছি সব বাসনার কালিমা লিপ্ত স্খলন।