আর কতকাল থাকবো পড়ে
আর্বজনায় ডাস্টবিন হতে
পচাগলা উচ্ছিষ্টের সব ফেলে
দমবন্ধ করে আমায় মারে।
সবাই প্রবাহ ক্ষীণ হতে দেখে
হৃদয়ে প্রাণ আর নাহি বেঁচে থাকে
আমার আনন্দধারা স্তব্ধ হয়ে যেতে
স্রোতস্বিনী নামে চির ভাঁটার টানে
খিল খিল কল্লোলে আমার প্রাণ ছিল
প্রাচীনকাল আমার নাব্যতা দেখেছিল
মনের আনন্দে সমাজ সৃজিত হয়েছিল
দুপায়ে সবুজের মরণযজ্ঞ চলে
পচন পলির স্তূপ কাঁধে চাপে
আজ ইতিহাসের কোন এক পাতায়
মানুষে আমার জন্মকথা জীবনী পড়ে।
অবহেলিত আমি অপেক্ষায় পড়ে আছি
যদি কোন নতুন সঙ্গীর আহ্বানে
পুণজীবন সৃজিত বারিধারায় রচে।