আজ ক্রন্দিত শিক্ষা-
শিক্ষানবিশ সব রাস্তায় বসে,
সিংহাসনের অবহেলা উচ্চতা হতে পথে।
ইচ্ছাগুলো ছিলো ছোট-
ছোট মেঘ হয়ে আকাশে ওড়ে,
এভারেস্টের মস্তক লুটায় গাঙ্গেয় সমতলে।
শয্যার দাবীতে অদৃশমান অজানা সব দাবী-
এখন চারিপাশে অবহেলিত অনশনকারী ।
বন্দী স্বপ্ন যত অনাহারে মরে-
নেই কোনো হিন্দোল প্রশাসনের কাছে।
ভবিষ্যতের মানব ঈশ্বরেরা অসহযোগে-
আজ বসেছে আন্দোলনে।
অবশেষে মুক্তির পথ এলো মানব ঈশ্বরের-
আমৃত্যু আমরণের অনশনের পথে।