ভেসেছে বাড়ী ভেসেছে জীবন
কালো মেঘের অশ্রু এনেছে প্নাবণ।
গেছে ভিটে গেছে মাটি
মানুষের জীবন আজ বানভাসি।
প্রকৃতির প্রলাপ দেয় অভিশাপ
জল আতঙ্ক দেয় মেঘকন্যার পাপ।
মেঘ মানেনি কথা মানেনি আবদার
মেঘকন্যার সোনালী রৌদ্রের স্বপ্ন দেখার।
জলের স্রোতে বয়ে যায় গাছ বয়ে যায় বাসা
ভেসে যায় আশা জীবনের সব ভালোবাসা ।
ভাসে মায়ের বুকে ক্রন্দনরত শিশুদের আশ্বাস
সকলে নিরুপায় গাছের মাথায় বাঁধে বাসা ।
পাখিরা খুব আছে ভালো উড়তে জানে হেথাহোথা
মানুষের তাতে বাঁধা পরাধীনতার শৃঙ্খলে আঁটা ।
রাজাদের আমলা মন্ত্রী স্বাধীন সব সুবিধা নিয়ে ওড়ে
খোলে জনসমর্থনের খাতা যখন বানের আকাল পড়ে।
সকলে বানভাসি আজ কারো দেখা নেই আর
শুধু পড়ে আছে বিনা ত্রাণের মিথ্যা হাহাকার।
@কলকাতা ২২/০৮/২০১৭
সময় সকাল :৭.০২ মিনিট