সৃজনশীলতা কথাটার সাথে যেন
এক মাতৃত্বের ছোঁয়া পাওয়া যায়,
বিন্দু বিন্দু করে ভালোবাসা দিয়ে
গড়ে উঠার এক কোমলতার স্পর্শ,
অনুভূত হয়।
সৃজনশীলতার প্রতিটি অক্ষরের মধ্যেই লুকিয়ে আছে
তিল তিল করে বড় করার অঙ্গীকার,
মনের সব ইচ্ছে গুলোকে একগুচ্ছ ভালোবাসা দিয়ে
তাকে চুপচাপ স্নিগ্ধ পরশে প্রশমিত করে
গড়ে তোলে মাতৃত্বের রুপকার ।
সৃজনশীলতা মনে হয় দীর্ঘ সেবার
পর এক সুখের অনূভুতির নাম
অনেক প্রতিকূলতার পাশ কাটিয়ে
যাবার অকল্পনীয় ধৈর্যের পরিনতির
ফলাফল ।
কখনো সৃজনশীলতার মধ্যেই লুকিয়ে আছে
নুতনত্বের হাতছানি,
যা সমাজকে নতুন করে পথ
দেখায় ভালোলাগা মর্ম বোঝায় ।
সৃজনশীলতা এক উদ্ভাবনী চিন্তা ও বিশ্লেষণের
কঠোর প্রয়াস
যার ফল এক আবেগের সংযোজ সাধন
যখন আমরা সবাই দিশেহারা ।
আর আমাদের কাছে সৃজনশীলতা মানে মা,
যার হাত ধরে একটু একটু করে এগিয়ে চলি
কত বাঁধা প্রতিকুলতার দূরে ঠেলে সরিয়ে
সৃজনশীলতায় থাকে তার উজার করে
দেবার স্বার্থত্যাগের আত্মত্যাগের বলিদান ।