সহস্র শিশুর কান্না,
ভেসে আসে কানে হাহাকার নির্মমতা,
হিংস্র উন্মাদ একদিকে অস্ত্র দানব বিক্রেতা..
বোমার শব্দ গুলির আঘাতের চিরকালের বর্বরতা,
আকাশে স্থলে ক্ষেপনাস্ত্রের আঘাতে রক্তাক্ত শিশু দেহ পোড়ে,
মাতৃত্বের শূন্য বুকের ভেসে থাকা আটলান্টিক সাগরের স্রোত দেখি,
অস্ত্র চেনে না মানুষের মুখ আর শত্রু মিত্রের প্রভেদ।
ইচ্ছে পৃথিবী শাসন,
করবে হাতের মুঠোয় অস্ত্রের ভয়ে দখল,
ধনকুবেরের পাষাণ হৃদয়ের বর্বর আদেশ পালন
শিশুর নরকীয় হত্যালীলা চলে মারণযজ্ঞের ফলাফল
পাশবিকতার শিকার চেনে না হৃদয়ের পরিভাষা ভালোবাসা,
শুধু ধংসের হাতছানিতে অবলা শিশুর হৃৎপিণ্ড গুলোর একটু বাঁচার আকুতি
বিশ্বের দরবারে সব কি উন্মাদের রাজত্বে করছি বাস?