কখনো আমিও মুখ ঢাকি লজ্জায়,
প্রবাহিত শব্দমালার সংকীর্ণতায় !
ওরা আসে ভেদাভেদ করে অপূর্ণতায়,
আমি মু্খ ঢাকি বারবার লজ্জায়।
কখনো আমিও মুখ ঢাকি লজ্জায়,
ওরা অজানা বিদ্রোহ করে না জেনে গর্জায়।
ছোঁড়ে শব্দবাণ সময়ের করে মিছে অপচয় !
আমি মুখ ঢাকি বারবার লজ্জায় ।
কখনো আমিও মুখ ঢাকি লজ্জায়,
ওরা কবিতার পাতায় অজান্তে হিংসায় !
ওরা লেখেনি কিছুই তাই নেই পাওনায়,
তবু ওরা মুখ ঢাকেনি আজও লজ্জায়।
এখনো ওরা থাকেনি চাঁদের জোৎস্নায়,
মাখেনি আলো কবিতার জোছনায় !
শুধু কলঙ্ক নিয়ে পথে হেঁটে যায় ,
আমি মুখ ঢাকি বারবার লজ্জায়।