'যদি কেউ তোমাকে ঘুমন্ত মেরে ফেলে ?’
জানি আমি অজান্তে মরবো চিরতরে।

‘যদি সে তোমায় কালো নীরদ দিয়ে ঢাকে ?’
আমি বৃষ্টি হবো-ঝর্ণা হয়ে ঝরবো ঝরঝর করে।
  
‘কেউ যদি তোমাকে নিষ্পেষিত করে মারে ?’
ভাবি সবকিছু ফেলে চলে যাব তাড়াতাড়ি।

‘যাবে চলে ? ভালো,যদি চলবার শক্তি হারাও?’
'চলে গিয়ে পারবো হয়ত জুড়াতে আমার মনের জ্বালা।

‘যদি সেই জ্বালায় পোড়ে তোমার ভালোবাসা ?’
জানি নেই কিছু করার, তবু জড়িয়ে ধরব ওকেই,
    
যদি চায় বিচ্ছেদ তোমার, কি থাকবে এরপরও?
বলবো- যাও তাহলে আজীবন অশান্তিতে পোড়ো !