এসো বসন্ত ঋতু ভুবন মাঝে,
ধরনীর শীতের পরশ ছেড়ে।
নবজাতক কিশলয় নবজাগরণে,
মধুর ফাল্গুন চৈত্র অলঙ্কারে।
কোথাও তপ্ত তেজ বিচ্ছুরণে,
কোথাও বারিধারার স্নানে।
সমীরণ আকাশে বহে,
মঞ্জুরি মুকুলের সমাগমে।
বসন্তের রক্তকাঞ্চন স্বর্নশিউল দোলে,
ধরনীরতে ফুল ফলের অর্ঘ্যদানে।
বসন্ত উদার আপন প্রাণের মাঝে,
এসো বসন্ত বাসন্তী পূজার আহ্বানে।
রঙের উৎসব নিয়ে হৃদয় মাঝে,
বসন্ত দেখেছে বিশ্বভাষা দিবস উচ্ছ্বাসে।
কোথাও পিঠে পুলির উৎসবের উদ্বোধনে,
প্রানীদের মিলন মাঝে আনন্দের করতালে,
বসন্ত আসে নব সৃষ্টির উন্মাদনা নিয়ে।