দুঃখ নদীর পাশেই একটা সবুজ গাছ,
সে অনেকটা আলোক ছায়া খেলে ।
সে দুঃখ পেয়ে দুঃখের কথা বলে..
কখনো আমায় দুঃখ দেয় !
সে অনেক কথা বলে ।
তার ওই দুঃখ মুখে...
কখনো জ্বলে উঠে সুখের হাসি ।
আমি একলা বসে থাকি নদীর পাশে,
ওই সবুজ গাছের কাছে ।
অপেক্ষায় থাকি রোজ,
কখন ফুটবে তার ওই দুঃখ মুখে-
এক টুকরো সুখের হাসি ।
ইচ্ছে অনন্ত কাল ধরে,
যেন ঐ নদীর পাশে গাছের কাছে
যেন দেখতে পাই ওই দুঃখ মুখের হাসি।