ধর্ম নয় অসহিষ্ণুতা কথা বলি,
দল নয় বর্বরতা তোমার ছবি..
কাপুরুষের তকমা কোন উপমা নয়,
যদি বলি মিথ্যা দিয়ে কি যুগ পুরুষ হয়?
নীতি নৈতিকতা নেইকো বালাই,
ওরা জানে শুধু রক্তের দাগের রঙ,
ক্ষতের মলম নাইবা দিলে গায়ে লেপে,
পারতে নাকি মনে সবার রঙের আবীর..
সবুজ গেরুয়া সাদা মাখিয়ে দিতে।