অনেকখানি পথ একসাথে হাঁটলাম,
হাতে হাত ধরে ছিলাম।
হঠাৎ আজ আবার হোঁচট খেলাম !
দেখি বিশ্বাসের সেই মাটির ঢেলা-
এখন এক ধারালো প্রস্তরের কন্টকমালা।
নিরাবতা নিশ্চুপ করা সময়ের অতিক্রমণ,
গোলাপের কাঁটায় বিদ্ধ এই মন।
দগ্ধ ওই মনে শুধুই কি প্রাধান্য-
শুধুই ছুঁড়ে ফেলা স্মৃতি ?
হয়তো সব ভুলে-
তুমি কি করে পারো হতে-
এত নিষ্ঠুর কাঠিন্য ভালোবাসায়।
হতে কি পারি না আবার-
মাটির ঢেলা ?