সংস্কারের গায়ে কাদা লেগেছে,
মানুষের মন আতঙ্ক ডুবেছে।
আত্মবিশ্বাস হনন সমাজে গড়াগড়ি,
মনের মাঝে অন্ধত্বের হাতছানি।
কালের কালো কালিমা দিয়ে ঢাকে,
মনের মাঝে অন্ধবিশ্বাস প্রলয় নাচে।
মুক্তি আর যুক্তির নাভিশ্বাস গগনে উঠে,
অন্ধকারে দুঃস্বপ্নের আজগুবি কল্পনা জাগে।
পিছে ডাকা নাকি অপফলের চেষ্টা,
বিড়ালের এপার ওপারে সব থামে।
আজকের সমাজ সব বাবার দখলে,
প্রযুক্তি হারিয়েছে তাবিজের ফলে।
মুগ্ধ সব মন্ত্রে ভাগ্য গোনে,
জীবন সকল দুর্বিপাকে।
সকালবেলায় এক চোখে হাত দিলে,
সবাই দুই হাত চোখে রাখতে বলে।
বিপদের ভয় শিরদাঁড়াতে মেশে,
আত্মবিশ্বাস পোড়ে শায়িত কুসংস্কারে।