নিশ্চুপ করা ওই গহন রাতের আঁধারে
লেলিহান ওই অগ্নিশিখা জেগেছে,
লাল হয়ে জ্বলছে তাঁর ওই রূপ,
সবাই  দেখছে  আমায়
কাঠের সাজানো চিতায় আমি জ্বলছি ।

আর জ্বলছে শুধু অভিমানের
সৃতিগুলো,কান্না,দুঃখ,মায়া,সুখ,
ভালোবাসার পালা যে আজ শেষ
আমি চিৎকার করে বলছি,
অনেক পেয়েছি,অনেক দিয়েছি ।
তোমাদের অনেক আশা পারিনি পূর্ণ করতে
কেউ কখনো অমানুষ,কখনো কারো কাছে বা
মহামানবের উপাধি পেয়েছি।

আমার সকল সফলতা যে ছিল
তোমাদের বিফলতা ছিল শুধুই আমার,
তাই নিয়ে চললাম আজি,
নতুন জীবনের সন্ধানে
ভালো থেকো সবাই ।

শুধু ভুলো না,সেই দিন গুলোর কথা
যেখানে আমাকে করেছিলে ছোট
চরম অপমানের অগ্নিশিখায়
আমি জ্বলেছিলাম বারংবার
হয়ত তাই শেষ হলাম আজ চিরতরে ।

সময় অতিক্রান্ত,অগ্নিশিখা সব করেছে শেষ ,
জানি এবার তোমরা ফিরবে নিজ ঘরে এক এক করে,
আমি শুধু থাকবো একটু জলের অপেক্ষায় ,
চাই আমার শেষ ছাই গুলোর
যেন শান্তি পায় তোমাদের তরে।