তখন ছিলো খোলা মাঠ,
উন্মুক্ত আকাশে নীচে পাঠ।
ছুটে চলার খেলার সাথী,
কত আনন্দে চরুইভাতি।
ছেলেবেলার মধুর স্মৃতি,
আজ হয়েছে সব বিস্মৃতি।
ছোট ছোট স্বপ্নগুলোর বেড়ে ওঠা,
চাওয়া পাওয়ার উর্ধ্বে উঠা।
এখনকার ছোটবেলা শুধু বদ্ধ ঘরে,
স্মার্টবোড আর ভারী ব্যাগের ভারে।
সুযোগ সুবিধা যতই টেকনোলজি হোক স্মার্ট,
সব এখন শুধুই লোক ভোলানো নতুন আর্ট ।
পুরানো আমল আজ পরিবর্তনশীল,
সবকিছু সাথে মানিয়ে মানুষ সৃজনশীল।
তবু প্রশ্ন একটাই প্রত্যহ থাকে জেগে অন্তরে,
চারিদিকে কেনো এত মূল্যবোধ কেড়ে ।
শিক্ষা কেনো আঁকে শৈশবের চোখে,
সবকিছু কেড়ে হাঁটে অবক্ষয়ের পথে ?