ফুটপাথের ওই অন্ধকারে একগুচ্ছ ছেঁড়া কাঁথা
জড়ো করা পুরোনো কাঁথা জড়িয়ে পরে আছে
কোন এক নতুন পরিচয়হীন ভালোবাসা ।
আর আছে জড়ো করা কিছু বস্তা পচা সান্ত্বনার ভাষা
পায় জীবনদ্বীপ প্রজ্জ্বলিত রাখার ল্যাম্পপোস্টর আস্থানা।
কাঁথায় শুয়ে বেঁচে থাকার ভরসাবিহীন স্বপ্ন দেখা
লূকিয়ে আছে করুণ অবুঝ ক্রন্দনের ভবিষ্যতের
অবলা ।
যেন দূরের অরণ্যের মাঝে বিপদের পরিবেশ
একরাশ আকুতিতে মিনতিতে ভরা।
তৃষ্ণার্ত শুকনো গলায় ক্রন্দনরত
বতর্মান সমাজের অনভিপ্রেত ওই অবলা।
ভবিষ্যতের কলঙ্কনামে দূষিত অজানা জঠরের পাপ
নাম পায় মানব সমাজের অবক্ষয়ের অভিশাপ।
কেউ আসে না ভুলে মাতৃত্বের ছোঁয়া দিতে
জীবনে অন্ধকার নেমে আসে ভালোবাসার প্রতীক্ষাতে।
জীবনকে চিনতে পারে যদি কেউ মায়ের রূপ ধরে
ছেঁড়া ওই কাঁথা ভালোবাসার পরশে জেগে ওঠে।
খোলা আকাশের নীচে বড় অনাথেরা শুয়ে থাকে
একদিন কোন অর্থবানের গাড়ি চাপা পরে।
অনভিপ্রেত বলে ওরা হারিয়ে যায় মিথ্যে বিচারে
অন্ধকারে অভিশপ্ত সমাজের বুকে অবাঞ্ছিতের দলে।