চৌকাঠে হোঁচট খাওয়া,
বাঁধা হলো দাম্ভিকতা।
চলতে গিয়ে পথের মাঝে,
পায়ের পাতা মাথায় ফাটে।
জীবন যেন সব নরম জমি,
কেউ ভাবেনি শক্ত মাটি।
চৌকাঠের এই হোঁচট খাওয়া,
নিত্য আছে এই দুনিয়ায়।
চিত্তে যত আবেগ ভাবায়,
চৌকাঠে শুধু শূন্যে দোলে।
পথের বাঁকে বাঁধার সাথে,
লম্বা লাফে ডিঙ্গাতে হবে।
ভাবনা যত মনের মাঝে,
চৌকাঠ মনে রাখতে হবে।
স্বপ্নের যত লক্ষ্যে বাঁধা,
চৌকাঠ শুধু সাবধানতা।