ঢিল ছোড়া দূরে আমি,
তবু হয়নি মন বিশ্বাসের পথগামী-
কেন বিশ্বাস এখনো দিচ্ছে ওই মনে হামাগুড়ি ?
দেখি অবিশ্বাস এখন যত্রতত্র,
মনের প্রলাপ অধিকার করেছে সর্বত্র ।
আজ ভাঙ্গা-গড়ার খেলায় মত্ত তোমার মন,
ঠিক সাপ লুডু খেলার গুটির মতন।
আজ সত্যিই এখন আমি পরিশ্রান্ত,
জানি তোমার মন এখন অন্ধকারে আক্রান্ত।
রোজ অমাবস্যায় ক্রোধের স্ফুলিঙ্গ গা পোড়ে,
তবে জেনো-তোমার ওই
ভাঙ্গা কাঁচ যদি কখনো নাইবা জোড়া লাগে !
তবু আমি এক পরশ পাথর,
যাকে ছুঁয়ে দি তার জীবন হয় সফল সফর।
যেমন তুমি হয়েছো আজ সফল,
তবু কেন তোমার মন অবিশ্বাসে অসফল ?