প্রতিবাদের নাম আজ হয়েছে মোমবাতির আলো
শয়ে শয়ে জ্বলে ওঠে দেশের রাস্তাতে
অধিকার পাবার লড়াই আনবে মানুষের মনে
রাজা উজিরের সবাই প্রতিবাদে রাস্তায় হাঁটে একসুরে
মানুষ বিকল্প আঁকড়ে বাঁচে নতুন স্বপ্নের খোঁজে ।
ক্রমশ মানুষের জনস্রোত রাস্তায় বাড়ে
সবাই ভাবে নতুন বিকল্প জন্ম নেবে
যেন এক ঐতিহাসিক চলচ্চিত্রের পটভূমি রচে
প্রতিবাদ জনস্রোতে চাপা পড়ে
গুমরে আবার অন্ধকারে কাঁদে।
বিপ্লব স্তব্ধ হয় ক্ষনিকের ইতিহাস রচনা করে
ইতিহাস চিরকাল অন্যকথা বলে
বিপ্লব আনেনি রাস্তার মোমবাতির আলো
বিপ্লব আসে মানুষের মনে
যখন জ্বলে ওঠে মোমবাতির আলো
অন্ধকার ছিল দুষ্ট রাজার ফাঁদ ওই মোমবাতির আলো
যাতে চলচ্চিত্রের নতুন প্রেক্ষাপট রচেছিলো ।