টেবিলে সাজানো এক সুন্দর নাইট,
দুটি সম্পর্কের ক্যান্ডেল লাইট ।
জেগেছিলো দুটি চোখ মনের পাতায়-
আর ছিলে সুন্দরী তুমি কবিতার খাতায় ।
সাক্ষী শুধু-
বিসর্জিত দাঁড়িয়ে থাকা শব্দমালা ।
বাকী আমার সাথে আলাপ প্রেমের,
ছোট ছোট অনুভূতির কথামালা।
যেনো অনুভবের অনন্য আতুঁড়ঘর,
লেখাগুলির গন্ধে মনের ভ্রমণ;
কবিতা দিবস উদযাপন ।
ক্যান্ডেল নাইট-
আজ বিশ্বাসের লাইট ।
এমন পূর্ণবতী ভরা মধুমাস,
এখন কবিতায় অন্তর্লীন।
আরও কোনো এক অন্দরমহলে,
প্রয়াত মধুমাসের-
কণা কণা স্মৃতি হয়ে বাঁচে।