সেদিন মেঘদূত দিয়েছিল ডাক,
মেঘেদের ছিলো কত হাঁকডাক!
এমন বাদল বর্ষিত দিনে-
আনন্দ ঝরিয়ে ছিলো মনেপ্রাণে।
ছিলো প্রবল বারিধারায় অবনীর প্রাঙ্গণ,
সবার প্রতীক্ষায় ছিলো মেঘদূতের অঙ্গণ।
ছিলো মেঘকন্যার আশীর্বাদ বর্ষিত উঠোন,
অবশেষে দেখি আনন্দ মুখরিত জীবন।
আবার যখন করবো আহ্বান,
মেঘদূতের ইচ্ছায় হবে সকলে অম্লান।
জানি মেঘদূতেরা বারবার ফিরে আসে-
যখন ডাক দেবে মেঘদূত ভালোবেসে।