মনে ক্যাকটাসের কাঁটা
নামে শ্রেষ্ঠত্বের আঠা
অন্ধ মোহ সর্বনাশা
দম্ভে উন্নাসিকতা।
নামে লেখা ভালোবাসা
দর্পচূর্ণ হবার আশঙ্কায় থাকা
মিথ্যে নিজেকে শ্রেষ্ঠ ভাবা
চিত্তে আগুন জ্বেলে রাখা।
সূর্য কিরণ রবিপ্রভা,
জীবনানন্দ সুকান্তের লেখা
ফেসবুকে একটু লেখা,
কৃতিত্বের শিখরে ওঠা।
সৃষ্টির এক বিন্দু তুমি,
নগণ্য এক তপ্ত ঋষি।
তপস্যা সবে শুরু,
ভুলো না যেন কেউ কভু ।