🌼ভাইটিকা🌼
কার্তিক মাসের শুক্লাদ্বীতিয়ায় ভাইফোঁটা আসে
ভ্রাতৃদ্বিতীয়া পূন্যতিথি হয় আনন্দের সমাগমে
বোনের হাতে ললাট লিখনে ভাই পায় দীর্ঘ জীবন
ভালোবাসা আশীর্বাদের এ এক দিব্য শুভক্ষণ
ভ্রাতৃদ্বিতীয়া অন্তরে আনে সুখ প্রসন্নতা
শঙ্খধ্বনি উলুধ্বনিতে উপবাসী বোনের প্রফুল্লতা।
যমুনা যমকে দিয়েছিল ফোঁটা পুরাণে আছে লেখা
নরকাসুূর বধ করে শ্রীকৃষ্ণ নেন সুভদ্রার ভাইফোঁটা
যুগ যুগ ধরে চলে আসে এই আনন্দরীতি
বোনের আশিষ মাথায় নিয়ে জাগ্ৰত অমর ভাতৃপ্রীতি।
স্নেহের পরশ মনে জ্বালিয়ে রাখে ধান,দূর্বা, প্রদীপ
ইচ্ছাপূরণ হয় যেন সব কামনায় ভাইফোঁটায় ভগ্নিপ্রীতি।