ঘুষ শব্দের নেই মান নেই হুঁশ,
আছে নির্লজ্জ হবার বেহুঁশ।
ঘুষের নেশায় ঘুষখোর খুশ,
হাঁপিয়ে উঠেছে সবার ফুসফুস।
কারো মুখে ঘুষ খাবার হাসি,
কারো ঘুষের খপ্পরে চিন্তার ফাঁসি।
ঘুষ এক চোরাবালির আত্মকথা,
নীরাবতার মাঝে গোপনীয়তার প্রথা।
ঘুষ ইজ্জত দেওয়ার এক জলাঞ্জলি,
লোলুপ দৃষ্টিতে হরিৎ কাগজের হাতছানি।
ঘুষের মানে বেআব্রু বেইমানি,
কত অসহায় মানুষের ধর্ষণকারী।
ঘুষ সমাজের ভীতে উইপোকা,
দেশে নামে পরাধীনতা।
জনগণ মরে ঘুষের প্রস্তাবে,
মন্ত্রী আমলা কবে দেশটাকে ধরবে কষে।