সান্ধ্যমকালে ইশাণ কোনে যখন দূর আকাশ ঘনকালো,
আকাশ ঢেলে বর্ষার সমাগমে চিত্তে জাগে আশার আলো
ঘন মেঘের অন্তরালে দেখি বিদ্যুৎতের ওই চমকানো,
ব্জ্রনিনাদ ঝলকানিতে চকিত হলো আকাশের সকল কালো।
গাছের পাতার ভেজার আওয়াজ যেন নূপুরের ওই
ঝন্কার শোনা যায় ,
পিপাসিত সবে ওই প্রানের রসে আপন দুঃখ মেটায়।
মাটির সেঁদো গন্ধে মনের সুবাস তুমি জ্বালো,
শুকনো রুক্ষ পরিবেশে করুনাদানে তোমার
দীপ জ্বালো।
চারিপাশ মুখরিত সব বর্ষার আগমনে,
সৃষ্টির ওই সৃজনশীলতা তোমার ছাপ ওই থেকে যায়
কচি কিশলয়ে প্রানে।
মিষ্টি মধুর স্নিগ্ধ শীতলতা জগতে আনে স্বস্থি ছায়া,
বর্ষা তুমি চিরতরে থাকবে মোদের অন্তরে স্নেহাদরে ।