সুখের দিনগুলো কবে গেছে নিপাত !
বিধংসী আগুনের গোলার দেখি অভিসম্পাত।
পৃথিবীর ম্যাপ থেকে ছিঁড়ে ফেলা-
শুধুই এক ফালি জমির অধিকারে মিথ্যা হুঙ্কার ।
ভাষায় ধর্মের প্ররোচনায় মানুষের হাহাকার,
সন্ত্রাসী হত্যা লীলায় উঠেছে করুক্ষেত্রের ঝড়,
কর্পূরসম স্বপ্ন সব হয়েছে অসাড়।
দেখেছি কত অচেনা শবদেহ পড়ে,
আজ অচেনা বুলেটের ক্ষত সবার ঘরে।
ধর্ম রাষ্ট্র সবই তো মানুষের পরে
তবু সব স্বপ্নগুলোকে কেন ?
শুধুই বোরকার আড়ালে রেখেছে তালিবান।