কবিতা:
কবি:সঞ্জয় কুমার মুখোপাধ্যায়

ব‌ইয়ের সারি রকমারি,
ব‌ইমেলার প্রাঙ্গন ভরে।
নানা বিষয়ের বই দেখি,
ব‌ইয়ের সব দোকান জুড়ে।

প্রকাশনীরা সব স্বপ্ন দেখে,
নতূন ব‌ই প্রকাশের সাথে।
কবি লেখক সাহিত্যিকের,
নতুন লেখার সাথে।

পাঠকপ্রেমী মুখিয়ে থাকে,
ব‌ইমেলার নতুন স্বাদের।
মনের খাবার সবাই কেনে ,
জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে মনে।

নতুন থিমের আভরনে,
ব‌ইমেলা নতুন সাজে।
ব‌ই পোকাদের ঠেলাঠেলিতে,
কচি বুড়ো সব আনন্দে মাতে।

দেশ বিদেশের ব‍ই যত সব,
বুক স্টলের শোভা সব দেখে।
ছোট পত্রিকার আকর্ষণে
সবাই আনন্দে মাতে।

বছরের এই বিশেষ দিনে,
কবি সাহিত্যিক সব আসেন।
কিনডেল দূরে সরিয়ে রেখে সবার
কাগজের ব‌ইতে মন ভাসে।