মৃত্যু আসন্ন শুধু সময়ের অপেক্ষারত
জীবনের চাওয়া পাওয়ার সব ইতি
একলা শায়িত ঘরের মাঝে কাটে একাকীত্ব
স্তব্ধতা গ্ৰাস করে মনে আজানা মেঘের বাসা।
কষ্ট আর কষ্টে নেই শুধুই মুক্তির প্রার্থনা
অপেক্ষায় চোখে চিরঘুমের ছায়া
চিরনিদ্রায় শান্তির আচ্ছাদনের আশা
দুঃখ আনন্দ ভালোবাসা সব শেষ ।
অন্তিম ইচ্ছাও নেই নাহি কোন ভাবনা
চেনা অচেনার উর্দ্ধে সব অবচেতনে ঢাকা
মস্তিষ্কের ধর্মঘট হৃদয়ের ক্ষণস্থায়ী বাঁচা
বোধের শক্তি লুন্ঠিত শরীর যাতনা হারা ।
জানি ইচ্ছা মৃত্যুবর নেই আমার
স্বল্পের বেঁচে থাকা কিছু সময়ের
শুধু এই অবচেতনায় আছে প্রশান্তি এক
দেহদানের শেষ ইচ্ছার অঙ্গীকার
মানব কল্যাণে আমার শেষ সমর্পণ ।