তোমার চোখের অভাবে,
আজ অশ্রু জমাট বুকে-
বাসা করে অ্যাটোম বসে।
পরিশোধিত কণাগুলো অপেক্ষায়ে,
নতুন রূপে প্রকাশ পেতে।

কখনো ভুল ছিলো জীবন পরিচর্যায়,
এখন জীবনে প্রলয় ডাকে।
শৃঙ্খলাবদ্ধ বিকিরণ দেয় মনের কাছে,
আগুনের তাপে সবকিছু ফুটছে ।

সহস্র সূর্যের তাপে মন দেহ গলে,
তবু আজও জোড়া কাঁচে ফাটা দাগ দেখে।

কলঙ্কিত পোড়া মনে কিছু শব্দের প্রলেপ,
আগুয়ান ভবিষ্যত বলবে-
বিকিরণের প্রভাব বিস্তার কতদূরে,
না নিভে গেছে দাবানল ছড়িয়ে।

সবাই চায় একটু নীল চোখে সবুজ পাতা-
সাদা পায়রা আর কিছু শীতল রাত্রি জীবনে।