আমি কেঁদেছি অশ্রুজলে,
কোথাও রোহিঙ্গাদের অত্যাচারে,
কোথাও হিন্দুদের নিপিড়নে,
তোমার চোখে প্রতিবাদী আগুন
দেখেছি আমি শুধুই কাগজে কলমে।
রোহিঙ্গাদের দুঃখ কষ্ট দেখে,
তুমি মিটিং মিছিল কত করো।
তবু কেন তোমাদের আঁখিপানে,
হিন্দুদের কষ্ট অদেখা করো।
মানব জাতির বৈষম্যের গ্লানি,
দূর করো সব বৈষম্যের নীতি।
সবার উপরে মানব ধর্ম নিয়ে,
হোক না সবার চলার নীতি।
প্রতিবাদের তাই ঝড় তুলে দাও,
সবাইয়ের মনে কষ্ট ঘোচাও।
তোমার জীবনে হোক না বাঁচার,
সকালের সূর্যের রাতের শশীর।