এক একটি মানুষ ছোটে অস্তিত্ব রক্ষায়,
চলছে লড়াই চলছে সম্পর্কের অবনমন।
এক একটি মন ছোটে অসমান্তরাল রেখায় -
ছুটে চলে আপন আবিষ্কারে..
কলম্বাসের চোখ আজ বন্ধ মনে।
নতুন কোনো পথের সন্ধানে,
ভাসমান দ্বীপে নির্জনে লুষ্ঠনে-
মন কালাপানির গহ্বরে ঢুকে,
তলিয়ে যায় অতল জলধির কোলে।
ভালোবাসা করছে অন্তরীক্ষে ভ্রমণ,
অভিকর্ষের টান হৃদয়ে মননে..
সম্পর্ক টিকে থাকা মানে বর্তমানে-
শুধু জন্মদিনের আদান প্রদান..
কিম্বা সমাজের স্টাটাস লাইক।
এখন সমাজে টিকে দম্ভের উড়ান-
আত্মবিশ্বাসী আত্মহারার আত্ম অহংকার,
কলম্বাসের আবিষ্কারের চোখ বন্ধ হৃদয়ে।