বৃষ্টির বিকালে স্বপ্নের ডাকে মন,
আকাশ আজ বড়ই অকৃপণ।
বিরহ ব্যথাগুলো জমা পুঞ্জীভূত মেঘে,
ভালোবাসা সাহারায় ছুটে প্রেম খোঁজে..
হারিয়েছে তৃষ্ণার্ত দুটি প্রাণ।
বহুদিন জিউসের কন্যা ভেনাসের স্বপ্ন,
একদিন এ্যাডনিসের জন্য পাগল হবে।
আবেগঘন মন দুটি এখন এক,
এ্যাডনিস এখন তার হৃদয়ের স্পন্দন।
ক্লিওপেট্রার মন শরীর..এখন
সনিগ্ধ ভোগবাদীর ছায়াহীন হয়েছে স্বাধীন।
দুজনে প্রেমের তাগিদে সমর্পিত,
আজ অক্টাভিয়ানয়ের বিষক্রিয়া মুক্ত।
পিপাসা স্থিতিশীল প্রেমের বারিধারায়,
এক পশলা বৃষ্টি সব পুরোনো স্মৃতি মুছে..
মনের মানুষ এখন তুমি আমার পাশে।
আজ ভিজলাম তোমাকে নিয়ে,
পৃথিবীর চোখে নাই বা হোক এই প্রেম-
বিশল্যকরণীর ছোঁয়া ছিলো আমরণ,
দুটি চিরকালের অমর অব্যয় জীবন।