বড়দিন পবিত্র যীশুর জন্মদিন,
মোমবাতির প্রজ্বলনে ভালোবাসার দিন।
সব ধর্মের সীমান্তরেখা ভালোবাসায় মেশে,
মানুষের ঢল বড়দিনের উচ্ছাসে মাতে।
শুনি গির্জায় মহান যীশুর জন্মদিনের গান,
মহান যীশু দিয়েছেন করুণার দান।
ঈশ্বর ওদের অপরাধ ক্ষমা কি করেছিল,
প্রেমের প্রদীপ যারা জগতে নিভিয়ে ছিলো।
পথের ধারে কত সান্টা আর ফার গাছের শোভা,
ছোট বড় সবার মাথায় সান্টার টুপি পড়ে সাজা।
মনে কত আনন্দ উৎসবের ছোঁয়া,
বড়দিনের শেষে আগামী বছরের কত স্বপ্ন দেখা।
রাতে দেখি রাস্তার পাশে কত অনাদরের যীশু,
দু'হাত তুলে ভালোবাসার করুণ আকুতির শিশু।
বিশ্বের দরবারে তার অশ্রুজল কেউ না দেখি,
শুধু কেক কেটে মোমবাতির উচ্ছাস সব মেকি।
বড়দিনের অস্তগামী সূর্যের আলো নেভে যখন,
গির্জায় আলোর বাতি সব জ্বলে উঠে তখন।
যেটুকু ভালোবাসার প্রলেপ মাখা মনে থাকে,
বড়দিনে যীশুর ভালোবাসা মনে জাগে।
শীতের রাতে পথের ধারে যে সব যীশু রোজ কাঁদে,
খুঁজে পাক না কোন মাদার মেরির স্নেহ সেই রাতে।
ভালোবাসার উজার করা তার স্নেহময় হাতে,
একটুকরো কেকের খন্ড খেতে পায় নিরাপদে আশ্রয়ে।