অগ্নিপুরুষ বিবেক তুমি,
জগতে প্রদীপ জ্বালো।
মানবতার তুমি যুগ পুরুষ ,
কর্মযোগী তুমি বিবেকের আলো।
জীবে প্রেম শিখিয়েছো তুমি,
শ্রেষ্ঠ যা মানব ধর্ম চেতনা মাঝে।
দরিদ্র সমাজ ভারতবর্ষ চেনা,
তোমার সেবার পরিচয়ে।
নব যুবশক্তি হোক জাগরুক,
তোমার শিক্ষা আদর্শধারায়।
স্নেহের পরশ জীবে প্রেম জাগে,
তোমার বানীর বারিধারায়।
ধর্মঃ সভার সেই মহামন্ত্র শুনি,
আজও মনের অন্তরে প্রশ্ন খোঁজে।
জগতবাসী শুনেছিল সেই মহান বানী,
আদি অনন্ত সহনশীলতার পরিচয়ে।
ভারতের আদি সত্য স্বাধীনতা
চিনেছি তোমার পড়ে ।
জীবনের এই আলোক ধারায়,
কাশ্মীর থেকে কন্যা কুমারীর পথে।