দেড়শো বছর পরেও বিবেকের আলো জ্বলছে সবার মনে,
পথের দিশা ধর্ম সভায় প্রদীপের অগ্নিশিখা জ্বালে।
প্রেমের মর্ম সহনশীলতা তোমার কথায় সব বোঝে,
সনাতন ধর্মের মর্ম তোমায় চিকাগো সভায় শুনে।
পরমহংসের হৃদয় বানী প্রচার জগত মাঝে..
মানুষ তোমায় শুনে আজ ধর্মের মর্ম বোঝে,
বিবেকানন্দ থেকে স্বামীজির রূপে,
তুমি কাশ্মীর কন্যাকুমারীর পথে...
তোমার পদধ্বনির স্মৃতি,
জেগে সকল মানব মনে।
দর্শন বর্জিত ধর্ম কুসংস্কার এনেছে সবার মনে,
ধর্ম বর্জিত দর্শন শুধু নাস্তিকতার অবগাহনে।
প্রকৃত সুখ স্বার্থত্যাগের আলো যারা জ্বালে,
স্বার্থপরতা স্বার্থপরকে শুধুই সুখী করে।
চরিত্র গঠনের মন্ত্রে জীবন যারা গড়ে,
ধীর অবিচলিত যত্ন নিতে বিবেকের..
হৃদয়ে আলো জ্বালে।
মানুষকে দূর্বল না বলে শক্তির স্মরণ করিয়ে দেওয়া,
পরহিতচেষ্ঠা না করে মৃত্যুকে কাছে ডাকা,
পরোপকার পাথেয় করে জীবনে পথ চলা।
প্রশ্ন আজ বিবেকের আলো হয়েছে কি
মনে নিষ্প্রভ আধুনিকতার ছোঁয়ায় ?
অমর তুমি সবার প্রাণের মাঝে,
অমরত্বের ছোঁয়ায়।