অমৃতাংশুর আলো মেখেছি আমার মনে
স্মিত মুখপানে বেঁধেছি গৃহ তোমার সাথে
তবে কেন অনুবৃত্তির মাঝে অতীতের অবিশুদ্ধের বোঝা কাঁদে
পুরঁজন চলেছে ভ্রান্ত পথের খোঁজে
যে পথের নেই ঠিকানা অভ্রান্ত গতিপথের
শ্যামা পতঙ্গ যেমন ছোটে দুযতির কাছে সমাধিতে
এসো আজ দুজনা হাত ধরে
ফিরে দেখি যা কিছু ভ্রান্তি মোদের মনে
খুঁজি আপন করার পথ পুরঁজনে
যেমন প্রবাহিনী উর্মিতে মেশে
প্রেমের পুরঁজন সুগম হবে
নতুন সূর্যালোকের সম্পাতে।