ভূত নাকি আছে
রাতের বেলায় দেখা যায়
কখনো গাছে বা শশানে
আবার পুরোনো পড়ো বাড়ীর ছাদে
অন্ধকারে শীতল হাতে হাত
নাকে সুরে কথার চমকে কুপোকাত।
কখনো খাওয়া চোদ্দো শাক
সন্ধ্যায় প্রদীপের অথবা বাতি
সবাই মানে ভুত চতুর্দশী।
আর মন্ত্র আছে ভুত তাড়াবার
ভূত আমার পূত
শাকচুন্নি আমার ঝি,
রাম নাম করবি আমায় কি ।
আর শুনি না কারণ
এখন সকালে ভূতের বাস
দেখি রাস্তায় সমাজে ওলি গলি
ওরা সব রাজাদের খাস
প্রলয় নৃত্য নাচে জ্যান্ত ভূত
ওঝা পুলিশ দেখা মেলা ভার
কারণ ওরা যে তুরুপের তাস
এই ভূতের রাজত্বে।