আমি বেঁধেছিলাম খেলাঘর তোমার সাথে
প্রত্যহ স্বপ্ন দেখেছি তোমার দুচোখের মাঝে
গড়েছি স্বপ্নের নীড় আমার ভালোবাসা নিয়ে
ভাসিয়েছিলাম খেয়া তোমার ওই অশ্রুজলে।
জীবনের প্রতিটি মূহুর্ত ছিল তোমাদের নামে,
স্বপ্নপূরণের আশা হয়ত ভুল আপন মনের কাছে,
ভাবিনি অজান্তে ভালোবাসা জন্ম দেবে
এক স্বার্থপর মীরজাফরের।
সিরাজ আজ শায়িত আমার দেহের মাঝে
কবরের নীচে আমি প্রশ্ন করি নিজেকে
ভালোবাসা ছিল ভুল তোমাকে নিয়ে
তোমার মন ছিল সমুদ্রের সুনামির ঢেউ
আমার ভালোবাসার নীড়ে আছড়ে পড়ে
ভঙ্গুর আমার ছোট্ট বালির স্বপ্নের নীড়ে।
সুনামির প্রলয়ের মাঝে আমি পারিনি
আমার ছোট্ট স্বপ্নের বাসায় বাঁধন দিতে,
থাক তোমার মনের সমুদ্রের সুনামির ঢেউ
দেখো যেন আর আছড়ে না পড়ে দিশাহীন ভাবে
আমার ওই পরে থাকা স্বপ্নের নীড়ের অবশেষে।
ভুলো না আমার দিশাহীন ভালোবাসাকে
স্বপ্নের আগুনে পুড়তে আমার ভয় হয়
আমার কাছে তাই মীরমদনের ভালোবাসা
অমর অক্ষয় ।