নেমেছিলাম সন্তরণে সেরার শিরোপা পেতে
হারিয়েছিলাম খেলার ছলে নিজেকে আবিষ্কারে,
মিলনের প্রতিযোগীতা শেষে মিলনের বিজয় রচে়।
ছিলো না পরিচয় জাতের লিঙ্গের নিশ্চয়,
সন্তরণ প্রতিযোগিতার পরিশেষে
আবিষ্কৃত পরিচয় মনে বাঁধার সৃষ্টি করে।
সেরার শিরোপা পেয়ে সবাই মনে,
গ্লানি আর ক্লেশ বিষাদের ছবি আঁকে।
হায় দূনিয়ার অন্ধত্বের মানবতা;
লিঙ্গের নির্ধারণে দেখেছি কত নীরবতা।
অবশেষে পরিচয়ের ভীতি
ভ্রুণের অনিচ্ছার শেষ পরিণতি।
সেরা সাঁতারু আজ মরিল হেলায়;
মূল্যহীনা প্রেমহীনা সময়ের অপচয়।
সৃষ্টির এই মহাসমুদ্রের পাড়ে,
প্রলয় নাচে মানবতার প্রাচীরে।