কে ঠিক করে দিয়েছিলো ?
পর্বতের উচ্চতা দিয়েছিলো তোমায় !
অসামান্য সব দাবী,
যেন শৈশবের খেলনা বাটি।
আজ ভোরে পারলে-
সন্মুখের উদ্যানে একটু বেড়িয়ে বেড়াও ।
দেখো চোখ খুলে যতখুশি,
দেখবে বড় গাছের বিস্তৃতি ।
দেখবে..
তোমার সমতুল্য তার পরিধি ,
জেনো এরাও অসামান্য দাবীদার।
তোমার জীবনে শুরু _শেষের একমাত্র আবদার।
তবু এরা সহনশীল !
না বুঝলে কারো কোনো ক্ষতি নেই
একা একা পথে হেঁটে কি লাভ ?
তাই এই শব্দের ঝংকার
যদি মরে তোমার বানানো উচ্চতার অহংকার।
©® সংরক্ষিত